সোশ্যাল মিডিয়া

কে এই ভাইরাল ‘কবিতাওয়ালা’ আজিবর

পেশায় তিনি চাষি। ক্ষেতে-খামারে কাজ করাই যার জীবিকার একমাত্র মাধ্যম। হঠাৎ তার মুখে শোনা যায় কবিতা। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তিনি আজিবর মন্ডল। ফেসবুকে ‘কবিতাওয়ালা’ নামে তার একটি পেজ রয়েছে। তার কণ্ঠে উঠে আসেন সুনীল গঙ্গোপাধ্যায়, জীবনানন্দ দাশ ও নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা।

এই ভাইরাল ‘কবিতাওয়ালা’ বসবাস করেন পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জেলা নদিয়ার করিমপুর থানা এলাকার কিশোরপুর নামের প্রত্যন্ত গ্রামে। পেশায় চাষি হলেও আজিবর মন্ডল ‘নাগরিক কবিয়াল’। সম্প্রতি তার আবৃত্তি ও কবিতাপাঠ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মাথায় গামছার পট্টি। মুখে লেগে আছে হাসি। ক্ষেতের আল ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়ান। শুরুতে কবিতা সম্পর্কে কিছু একটা বলেই আওড়াতে থাকেন পঙ্‌ক্তিমালা। তার বলার ধরন সহজ-সরল। মুহূর্তেই ছুঁয়ে যায় হৃদয়। তার জাদুকরী উচ্চারণ আঘাত করে মানুষের মর্মমূলে। আবিষ্ট করে রাখে নিখাদ উচ্চারণে। মুগ্ধ হয়ে সবাই উপভোগ করেন তার অমোঘ উচ্চারণ।

আরও পড়ুনফেসবুকে ‘লাল কয়েন’ বিক্রি, প্রতারণা নয় তো? 

জানা যায়, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন আজিবর মন্ডল। গ্র্যাজুয়েশন করার ইচ্ছা থাকলেও পরিস্থিতির কারণে আর সেই সুযোগ পাননি। মায়ের মৃত্যু এবং ভাইদের পরিশ্রম তাকে মাঠে টেনে নিয়ে গেছে। যেখানে তার মেজ ভাই একাই লাঙল টানেন। তার মনে হলো, যদি ভাইদের পাশে কিছুটা থাকা যায়! তিনি আসলে অজুহাত দিতে চান না! তিনি মনে করেন, ইচ্ছা থাকলেই পড়াশোনা করা যেত। আজিবর এটাকে বলেন, বয়সের দোষ।

সোশ্যাল মিডিয়ায় ‘কবিতাওয়ালা’ পেজ ঘুরে দেখা যায়, আজিবরের ভিডিও অসংখ্য মানুষের মন জয় করেছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পরিচয়’, দেবেশ ঠাকুরের ‘ভারত বর্ষ’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘শুধু কবিতার জন্য’, জীবনানন্দ দাশের ‘আবার আসিব ফিরে’, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অমলকান্তি’ প্রভৃতি কবিতা আবৃত্তি করেছেন। কবিতা পাঠ করে পরিচিতি পেতে তার বেশি সময় লাগেনি। এরই মধ্যে একেকটি ভিডিও লাখ লাখ ভিউ হয়েছে।

শুধু কবিতা পাঠই নয়, তিনি নিজেও কবিতা লেখেন। দিন শেষে ক্ষেতের ধুলো ঝেড়ে আজিবর মন্ডল যেমন ঘরে ফেরেন; তেমনই শব্দের ধুলো ঝেড়ে আবার কবিতার লাইনে দাঁড়ান। বাংলাদেশ থেকেও অনেক বাঙালি তাকে ফোন করে শুভেচ্ছা জানান। তার কবিতা পাঠ শুনে আনন্দিত হন। তার লেখা কবিতা পড়ে মুগ্ধ হন।

আরও পড়ুনমুন্সী এনায়েতের হাত ধরে ভাগ্যবদল জন্মান্ধ গফুর মল্লিকের 

তবে নিজেকে কবি বলতে তার প্রবল আপত্তি। আজিবর মন্ডল ভারতের একটি গণমাধ্যম ‘দ্য ওয়াল’কে বলেন, ‘আমার কবিতাকে আমি কবিতা মনে করি না। নিজেকে কবিও বলি না। টুয়েলভ পাস একজন যদি খানিক লিখে কবি হয়ে ওঠেন, সেটা বাংলা সাহিত্যে অন্যায়। বলা যেতে পারে, কবিতা লেখাটা আমার একটা বদভ্যাস।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সম্পর্কে তিনি বলেন, ‘একদিন কী মনে হলো, ধূমপান করতে করতে ভাবলাম একটা কবিতা বলি। ফোনের ক্যামেরাটা অন করে ভিডিও করলাম। ফেসবুকে পোস্ট করলাম। দেখলাম মানুষ পছন্দ করছে। ভাইরাল হয়ে গেলাম।’

এসইউ