নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলে ১০ বছরের শিশু শ্রমিক সাগর বর্মণকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার তিন শিশুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে। সেই সঙ্গে এ ঘটনার প্রত্যক্ষদর্শী আরো এক শিশুর সাক্ষ্য ও জবানবন্দি গ্রহণ করেছেন আদালত। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের আদালতে ওই চার শিশুর জবানবন্দি রেকর্ড করা হয়।নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, এ ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় তিন শিশু ও ঘটনার প্রত্যক্ষদর্শী আরো এক শিশুর সাক্ষ্য জবানবন্দি রেকর্ড করা হয়।হত্যার দায় স্বীকার করা তিন শিশু হলো, কিশোরগঞ্জ জেলার তাড়াইল এলাকার জাহাঙ্গীরপুরের রাকিব (১২), একই জেলার করিমগঞ্জ থানার গুজাইদা নামাপাড়া এলাকার হক মিয়ার ছেলে আকাশ (১২) ও নরসিংদী জেলার কাজী কান্দি এলাকার সোহেল (১৩)। তারা জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলের শ্রমিক। তারা সাগর বর্মণের সঙ্গেই কাজ করতো। এছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শী হাফিজুল ইসলামের (৯) সাক্ষ্য জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তার বাবার নাম দুলাল হোসেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, তিন শিশু এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া সাক্ষীর জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। এর আগে জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন জানান, তিন শিশু হত্যার সঙ্গে নিজেদের দায় স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে ওই তিন শিশু তাদেরকে জানিয়েছে খেলা ও দুষ্টুমির ছলে সাগর বর্মণের মুখে ও পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় তারা। তবে হত্যার জন্য এ কাজটি করেনি তারা। পুলিশ সুপার জানান, গত ২৪ জুলাই কারখানার ভেতরে দুপুরে খেলার ছলেই হঠাৎ করে তিন শিশু মিলে সাগরের মুখে ও পায়ুপথে কম্প্রেসার মেশিনের বাতাস ঢুকিয়ে ফেলে। ওই ঘটনায় ৯ বছরের এক শিশুকে আটক করা হয়েছে যিনি পুরো ঘটনার সাক্ষী। এর আগে বুধবার মামলার এজাহারভুক্ত গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। দুইজনের মধ্যে আজাহার ইমাম ওরফে সোহেল (৩৮) জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলের সিনিয়র উৎপাদক কর্মকর্তা। তিনি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া সোহাগ হোসেন হৃদয় (৩৫) লাইনম্যান হিসেবে কর্মরত ছিল। সোহেলকে সোমবার রাতে র্যা ব-১১ ও হৃদয়কে মঙ্গলবার সকালে রূপগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। প্রসঙ্গত, গত ২৪ জুলাই রোববার কারখানার ভেতরে ১০ বছরের সাগর বর্মণের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় নিহতের বাবা রতন বর্মণ বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। সোমবার পুলিশ এজাহারভুক্ত আসামি নাজমুল হুদাকে গ্রেফতার করে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মো: শাহাদাত হোসেন/এএম/এমএস