সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রনতিথা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন যুববকে আটক করেছে র্যাব-১২। রোববার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, উল্লাপাড়া উপজেলার দত্তখারুয়া গ্রামের আব্দুল লতিফ সরদারের ছেলে হেলাল উদ্দিন সরদার (২৭), পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রুপপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মতিয়ার রহমান ও একই গ্রামের রেজাউল করিমের ছেলে শামিমুর রহমান।র্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) হাসিবুল রহমান রোববার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে রায়গঞ্জ থানার রনতিথা গ্রামে অভিযান চালানো হয়। এসময় এই গ্রামের হানিফ উদ্দিনের বাড়ির পাশে রাস্তা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি রিভালবার, একটি থ্রি নট থ্রি ওয়ান শুটারগান, পাঁচটি মোবাইল সেট এবং নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাদল ভৌমিক/এআরএ/এমএস