দেশজুড়ে

গণপিটুনিতে নিহত পুলিশ সদস্যের দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাইজদিয়া এলাকাবাসীর গণপিটুনিতে নিহত পুলিশ কনস্টেবল আরিফ খানের দাফন গ্রামের বাড়ি মানিকগঞ্জে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার শুশুন্ডা গ্রামের নিজ বাড়ির কাছে তাকে দাফন করা হয়।পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টায় বাড়ির কাছে কবরস্থান মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। শুশুন্ডা গ্রামের মৃত বজলুর রহমান খানের একমাত্র ছেলে আরিফ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে যান। ১৯৮৮ সালে পুলিশ বাহিনীতে তিনি যোগ দেন। প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আদমপুর বাজারের পান-সুপারির দোকানি আবদুল মতিন গত বুধবার বিকালে বাড়ির সামনের সড়কের পাশে খড়ের গাদা তৈরি করছিলেন। এ সময় সোনারগাঁ থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফখরুল ইসলাম ও কনস্টেবল আরিফুর রহমান সাদা পোশাকে মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। তারা ওই ব্যবসায়ীকে মাদক বিক্রেতা আখ্যা দিয়ে আটক করার চেষ্টা করেন। এ সময় সড়কের পাশের খাদের পানিতে ডুবে আবদুল মতিন (৫০) মারা যান। এ ঘটনা দেখে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পুলিশ কনস্টেবল আরিফকে আটক করে। পরে এলাকার মানুষ একত্র হয়ে আরিফুর রহমানকে পিটুনি দিলে তার মৃত্যু হয়। এর আগে সুযোগ বুঝে এএসআই ফখরুল সেখান থেকে কেটে পড়েন। বি.এম খোরশেদ/এএম/পিআর