বিএনপির নতুন কার্যনির্বাহী কমিটিতে কোনো পদ না পাওয়ায় সব ধরনের পদ থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, রংপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী।বৃহস্পতিবার দুপুর ১২টায় এ প্রতিবেদককে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে রাজপথে লড়াই সংগ্রাম করে এসেছি। দলের যে কোনো বিপদে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছি। আশা করেছিলাম জীবনের শেষ বয়সে নির্বাহী কমিটিতে নাম থাকবে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, সদ্য ঘোষিত জাতীয় নির্বাহী কমিটিতে সিরাজগঞ্জের ১১ জন, টাঙ্গাইলের ১৫ ও চাঁদপুরের মতো জেলা থেকে ১৩ জন নির্বাহী কমিটিতে স্থান পেয়েছে। অথচ রংপুর থেকে পদ পেয়েছেন মাত্র ৩ জন। তিনি বলেন, আমার বয়স হয়েছে। এখন ঠিক মতো চলাফেরা করতে পারি না। স্বাস্থ্যগত সমস্যার কারণে দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি না। তাই সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করার। বুধবার জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। জিতু কবীর/এসএস/আরআইপি