দেশজুড়ে

বাবা-মার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

সাতক্ষীরার শ্যামনগর সদরে বাদঘাটা গ্রামের সিরাজুল গাজীর ছেলে মিঠু গাজী (২০) নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, বিকেলে মিঠু গাজীর মা-বাবা ঝগড়া করে। এসময় মিন্টু নিষেধ করলেও তাদের ঝগড়া থামেনি। এ কারণে মা-বাবার উপর অভিমান করে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শ্যামনগর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আকরামুল হক/এআরএ/এমএস