দেশজুড়ে

রংপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

ফুটবল খেলাকে কেন্দ্র করে রংপুরের আলমনগর এলাকার ইস্পাহানি (অবাঙ্গালি) ক্যাম্পের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত সাগরের (১৮) মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে গত ৮ আগস্ট রাতে গুরতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।নিহত সাগর শহরের আলমনগর রবার্টসনগঞ্জ এলাকার ২নং ইস্পাহানি ক্যাম্পের আব্বাস আলীর ছেলে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, নিহত সাগরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সংঘর্ষ এড়াতে ক্যাম্প এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে, সাগরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আবারো ক্যাম্প এলাকায় উত্তেজনা দেখা দেয়।প্রসঙ্গত, ফুটবল খেলাকে কেন্দ্র করে গত ৮ আগস্ট ওই এলাকার ২ ও ৩নং ক্যাম্পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে ওইদিন রাতে ৩নং ক্যাম্পের লোকজন ২নং ক্যাম্পের লোকদের উপর হামলা চালায়। এতে ২নং ক্যাম্পের সাগরসহ অন্তত ছয়জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সাগরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জীতু কবির/এআরএ/আরআইপি