দেশজুড়ে

লোহাগড়ায় ডাকাতির ঘটনায় আহত ১

নড়াইলের লোহাগড়া পৌরসভার রামপুরা এলাকার বাসিন্দা খোরশেদ আলমের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।এসময় ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৮ ভরি স্বর্ণ, মূল্যবান জিনিসপত্র ও নগদ ১৫ হাজার টাকা লুট করে পালিয়ে গেছে। এছাড়া গৃহকর্ত্রী সেলিনা বেগমকে পিটিয়ে আহত করেছে ডাকাতরা।খোরশেদ আলমের স্ত্রী সেলিনা বেগম জানান, সোমবার ভোররাতের দিকে ৭/৮ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল গেটের তালা ভেঙে ভীতরে প্রবেশ করে। এসময় পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা থেকে ৮ ভরি স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকা এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।ডাকাতিকালে বাধা দেয়ায় ডাকাতরা খোরশেদ আলমের স্ত্রী সেলিনা বেগমকে মারধর করে আহত করে। সকালে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।তবে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ডাকাতি নয়, চুরির ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।হাফিজুল নিলু/এফএ/এমএস