জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে ব্যাপক অবদান রেখে চলছে। আর শিক্ষাক্ষেত্রে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়েছে।শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে এসএসসি-২০১৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।`অরিক কন্সট্রাকসন` পরিবেশক টাইগার সিমেন্ট এর আয়োজনে মদিনা গ্রুপের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম শিলং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।এ সময় বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ এসএম জিল্লুর রহমান, নওগাঁ বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ মাহফিজুর রহমান বাবু, অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব রফিকুল ইসলাম এবং দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ, নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি ও অরিক কন্সট্রাকসনের পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।আব্বাস আলী/এসএস/এবিএস