আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লে: কর্নেল মোহাম্মদ রাশেদুল হাসান পিএসসি বলেছেন, ট্যাম্পাকো কারখানায় সোমবার সকাল ৭টা থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আগামী কাল ঈদের দিনও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। সেমাবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিচালক লে: কর্নেল মোহাম্মদ রাশেদুল হাসান পিএসসি। সোমবার টঙ্গীর টাম্পাকো কারখানায় আরো দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ৩৩-এ দাঁড়িয়েছে।পরিচালক লে: কর্নেল মোহাম্মদ রাশেদুল হাসান পিএসসি বলেন, ১০০ জনেরও বেশি সৈনিকসহ একটি মেডিকেল টিম উদ্ধার কাজ চালাচ্ছে। ধ্বংসস্তূপ সরাতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তবে একটু সময় লাগবে। এছাড়া ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের পাশাপাশি স্পেশাল অর্গানাইজেশন পশ্চিম, গাজীপুর সিটি করপোরেশন ঢাকা নর্থ সিটি করপোরেশন, ফায়ার সার্বিস ও সিভিল ডিফেন্স, গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহয়তায় উদ্ধার কাজ যথারীতি পরিচালিত হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। তদন্ত-সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। আমিনুল ইসলাম/এএম/পিআর