দেশজুড়ে

শিকলে বেঁধে কিশোর নির্যাতন : সেই কামরুল আটক

মোবাইল চুরির অপবাদ দিয়ে মেহেদী হাসান (১৪) নামে এক কিশোরকে দুইদিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতনকারী কামরুল হোসেন বেপারীকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় তাকে তার বাড়ি থেকে আটক করেছে শিবচর থানা পুলিশ। শিবচর থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, শিবচর থানা পুলিশ রোববার সন্ধ্যায় হাত-পায়ে ও গলায় শিকল দেয়া অবস্থায়  মেহেদী হাসান নামে এক কিশোরকে উদ্ধার করে। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।এদিকে, কামরুল বেপারীর ভাই ও শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন আটক কামরুলকে থানা থেকে ছাড়িয়ে নেয়ার জন্য জোর তদবির শুরু করেছেন। এমনকি নির্যাতিতের পরিবারেকে মামলা না করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবচরের কাদিরপুর ইউনিয়নের পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বি.কে নগর পশ্চিম কাজী কান্দি গ্রামের মনোয়ার খানের ছেলে মেহেদী হাসান ডিস লাইনের কর্মী। সে বিভিন্ন গ্রামে ডিস লাইনের সংযোগ দিতো এবং মেরামতের কাজ করতো। মেহেদী হাসান ঈদের আগে কামরুল হোসেন বেপারীর ঘরে ডিস লাইনের কাজ করে। এরপর কামরুল হোসেন বেপারীর দুইটি মোবাইল সেট হারিয়ে যায়। তিনি মেহেদী হাসানকে সন্দেহ করেন।এরই জের ধরে শনিবার দুপুর ১২টার দিকে কামরুল হোসেন বেপারী ডিস লাইনের কাজ করার কথা বলে মেহেদী হাসানকে বাড়িতে ডেকে নিয়ে আসে। পরবর্তীতে তাকে মোবাইল চুরির অভিযোগে মারধর করা হয়। এরপর তাকে একটি বদ্ধ ঘরে হাত-পায়ে ও গলায় লোহার শিকল বেঁধে আটকে রেখে দুইদিন ধরে শারীরিক নির্যতন চালাতে থাকে। স্থানীয়ভাবে খবর পেয়ে শিবচর থানা পুলিশ রোববার সন্ধ্যা ৬টার দিকে মেহেদীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  নাসিরুল হক/এসএস/এমএস