আবারো জম্মু কাশ্মিরের সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ হামলায় বিএসএফের এক জওয়ান নিহত ও অপর একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে জম্মু-কাশ্মিরের বারামুলার সেনা ছাউনির কাছে এ ঘটনা ঘটেছে বলে এনডিটিভির খবরে বলা হয়। এ হামলার পর উভয়পক্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র।খবরে আরো বলা হয়, কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরের বারামুলা জেলা শহরে ভারতের ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের একটি ঘাঁটি ও এর পাশের বিএসএফের ঘাঁটিতে সন্ত্রাসীরা এ হামলা চালায়। এতে বিএসএফের এক জওয়ান নিহত ও অপর একজন আহত হয়।এ বিষয়ে বারামুলার এসপি ইমতিয়াজ হুসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সেনা ঘাঁটির কাছে ব্যাপক গোলাগুলি চলছে। আমরা বড় বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পাচ্ছি। গত ১৮ সেপ্টেম্বর এই বারামুলা জেলার উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনা সদস্য নিহত হন। পাকিস্তান সীমান্তের ঘাঁটিতে এই হামলার জন্য প্রতিবেশী দেশটির সন্ত্রাসীদের দায়ী করছে ভারত।এএম