জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা ও দুই বিচারক হত্যা মামলার সর্বশেষ আসামি আসাদুল ইসলাম ওরফে আরিফের মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে খুলনা জেলা কারাগার কর্তৃপক্ষ। এরই মধ্যে কারাগারে প্রবেশ করেছেন ডিআইজি প্রিজন টিপু সুলতান ও খুলনা জেনারেল হাসপাতালের ইমাম হাফেজ মাওলনা মুফতি আতাউল্লাহ। রাত সোয়া ৮টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন। এদিকে জেএমবি নেতা আসাদুল ইসলাম ওরফে আরিফের মরদেহ নেয়ার জন্য কারাগারে প্রবেশ করেছে অ্যাম্বুলেন্স। অন্যদিকে ফাঁসির রায়কে কেন্দ্র করে খুলনা জেলা কারাগারসহ ও এর আশপাশ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে কারাগারের তিন পাশের সড়ক।আলমগীর হান্নান/এআরএ/এবিএস