আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : ভূগোল- ১ম পর্ব

শিক্ষার্থীদের জন্য ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়। চাকরিপ্রার্থীদের জন্যও কম গুরুত্বপূর্ণ নয়। ভূগোলের নানাবিধ বিষয়ে ধারণা থাকলে যেকোনো পরীক্ষাতেই কৃতকার্য হওয়া যায়। তাই ‘ভূগোল’ নিয়ে আজকের আয়োজনের ১ম পর্ব- ১. প্রশ্ন : দু’টি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৫০% ও ৭৫% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে?উত্তর : প্রথমটি।২. প্রশ্ন : বৃষ্টিপাত সাধারণত কত প্রকার?উত্তর : চার প্রকার।৩. প্রশ্ন : পানি দূষণের জন্য দায়ী-উত্তর : শিল্প কারখানার বর্জ্য পদার্থ, শহর ও গ্রামের ময়লা আবর্জনা এবং জমি থেকে ভেসে আসা রাসায়নিক সার ও কীটনাশক।৪. প্রশ্ন : ‘লা নিনা’ কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কী বোঝায়?উত্তর : স্পেনীয় : দুরন্ত বালিকা। প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা।৫. প্রশ্ন : যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে-উত্তর : ১০৫ ডিবি।৬. প্রশ্ন : প্রাকৃতিক পরিবেশ নষ্ট করার জন্য সবচেয়ে বেশি দায়ী কে?উত্তর : কারখানা এবং যানবাহন।৭. প্রশ্ন : পরিবেশের কোন দূষণের ফলে প্রধানত উচ্চ রক্তচাপ হতে পারে?উত্তর : শব্দ দূষণ।৮. প্রশ্ন : আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ-উত্তর : গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়।৯. প্রশ্ন : কোন জ্বালানী পোড়ালে প্রধানত সালফার-ডাই-অক্সাইড গ্যাস বাতাসে আসে?উত্তর : ডিজেল।১০. প্রশ্ন : গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে, তা হল-উত্তর : কার্বন মনো অক্সাইড।১১. প্রশ্ন : যানবাহনের কালো ধোঁয়া কীভাবে পরিবেশ দূষিত করে?উত্তর : বাতাসে কার্বন মনো অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে।১২. প্রশ্ন : কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির-উত্তর : ২৫ শতাংশ।১৩. প্রশ্ন : দুই স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিনে চার স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিনের চেয়ে বায়ু দূষণ হয়-উত্তর : বেশি।১৪. প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কী?উত্তর : প্রাকৃতিক পরিবেশ।১৫. প্রশ্ন : কোন গ্রহের উপগ্রহের সংখ্যা বেশি?উত্তর : বৃহস্পতি।১৬. প্রশ্ন : বায়ুমণ্ডলের যে স্তরে ওজোনস্তর রয়েছে-উত্তর : স্ট্র্যাটোমণ্ডল।১৭. প্রশ্ন : কোনটি বায়ুর উপাদান?উত্তর : নাইট্রোজেন।১৮. প্রশ্ন : জোয়ার-ভাটার প্রধান কারণ-উত্তর : চাঁদের আকর্ষণ।১৯. প্রশ্ন : উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনে-উত্তর : কুয়াশা ও ঝড় হয়।২০. প্রশ্ন : জোয়ার-ভাটার তেজকাটাল কখন হয়?উত্তর : অমাবস্যায়।এসইউ/এমএস