‘ধুরন্ধর’ সিনেমাতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অর্জুন রামপাল। সিনেমাটির সাফল্যের পর ফের আলোচনায় বলিউডের এই অভিনেতা। তবে এবার কাজ নয়, ব্যক্তিগত জীবন নিয়েই চর্চার কেন্দ্রে উঠে এলেন তিনি। দীর্ঘদিনের সম্পর্ক, বিয়ে ও বাগদান-সব কিছু নিয়েই প্রকাশ্যে মুখ খুলেছেন অর্জুন।
সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্ট শোতে অতিথি হয়ে হাজির হন অর্জুন রামপাল। সেখানে দীর্ঘদিনের বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস-এর সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়ে অকপটে কথা বলেন অভিনেতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্যাব্রিয়েলাও। কথোপকথনের একপর্যায়ে উঠে আসে তাদের বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রসঙ্গ।
বিয়ের প্রশ্নে গ্যাব্রিয়েলা বলেন, “আমাদের দুজনের বাগদান হয়ে গিয়েছে। এই প্রথমবার এই বিষয়টি নিয়ে আমরা মুখ খুললাম। তবে আমরা বিবাহিত নই। ভবিষ্যতে কী হবে, তা কি বলা যায়?” এরপরই নিজের বক্তব্য কিছুটা সংশোধন করে অর্জুন রামপাল বলেন, “বিয়ে না করলেও আমাদের বাগদান হয়ে গিয়েছে।” এই মন্তব্য শুনে রিয়া চক্রবর্তীও রীতিমতো অবাক হয়ে যান।
গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস-এর সঙ্গে অর্জুন রামপালের সম্পর্ক প্রায় ছয় বছরের। এর আগে ১৯৯৮ সালে মডেল মেহর জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। সেই সংসার থেকে তাদের দুই কন্যা সন্তান-মাহিকা রামপাল ও মাইরা রামপাল। তবে ২০১৯ সালে সেই বিয়ের ইতি টানে দুজনের পথচলা। একই বছর থেকেই গ্যাব্রিয়েলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অর্জুন।
আরও পড়ুন:মেসির সাক্ষাৎ পেলেন বলিউড বাদশা সমাজকে প্রশ্ন করা সিনেমার স্রষ্টা শ্যাম বেনেগাল
এখন কাজ ও ব্যক্তিগত জীবন-দুই দিকেই সুখের সময় কাটাচ্ছেন অভিনেতা, আর তার এই খোলামেলা স্বীকারোক্তি নতুন করে কৌতূহল বাড়িয়েছে অনুরাগীদের মধ্যে।
এমএমএফ