দেশজুড়ে

পাংশায় দুই দিনব্যাপি লালন স্মরণ উৎসব

“সত্য বল সুপথে চল ওরে আমার মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ির পাংশায় উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপি লালন স্মরণ উৎসব ২০১৬ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর পাংশা উপজেলা পরিষদের শিশুপার্ক চত্বরে লালন সংগীত চর্চা কেন্দ্রের আয়োজনে এ উৎসব শুরু হয়।লালন স্মরণ উৎসবকে ঘিরে উৎসবস্থলে বহু লালনভক্ত ও সাধুর সমাবেশ ঘটেছে। পাশাপাশি দোকানিরা হরেক রকমের পশারা সাজিয়ে বসেছেন। উৎসবস্থলে দৃষ্টিনন্দন তোরণ ও আলোকসজ্জায় সজ্জিত হওয়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে শিশুপার্ক চত্বর।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পাংশা সরকারি কলেজের উপাধ্যক্ষ এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা থানার সেকেন্ড অফিসার এসআই মো. ইয়াছিন মুন্সী প্রমুখ।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাংশা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস, লালন সংগীত চর্চা কেন্দ্রের সভাপতি মো. বাচ্চু মিয়া প্রমুখ।লালন স্মরণ উৎসবের আলোচনা অনুষ্ঠান শেষে ভক্ত ও সুধীজনের উদ্দেশ্যে সংগীত পরিবেশিত হয়।রুবেলুর রহমান/বিএ