রাজধানীর বনানীতে ৩০৯তম শাখা উদ্বোধন করলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখা উদ্বোধন করেন।উদ্বোধন শেষে আনিসুল হক বলেন, ইসলামী ব্যাংক দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে একটি মডেল ব্যাংকে পরিণত হয়েছে। এ ব্যাংক বাংলাদেশের অন্যতম কমপ্লায়েন্ট ব্যাংক।দেশের জিডিপিতে বেসরকারি ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করে তিনি বলেন, ইসলামী ব্যাংক এক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পালন করছে। দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের সঙ্গে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি।ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম বলেন, ইসলামী ব্যাংক দেশ থেকে দারিদ্র হটানোর বাস্তব ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। এ ব্যাংক ২০ লাখ উদোক্তা সৃষ্টি করেছে এবং আরো ৩০ লাখ নতুন উদ্যোক্তা উন্নয়নের কর্মসূচি গ্রহণ করেছে।তিনি আরো বলেন, পল্লী উন্নয়ন কর্মসূচির মাধ্যমে এ ব্যাংক ২০ হাজার গ্রামের ১০ লাখ পরিবারকে দেশের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করেছে। ইসলামী ব্যাংকের উন্নয়নমূলক কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত হয়ে দেশের জিডিপিতে অবদান রাখতে তিনিও আহ্বান জানান।ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পিপিএম, পরিচালক মো. সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, মো. জয়নাল আবেদীন ও প্রফেসর ড. মো সিরাজুল করিম প্রমুখ বক্তব্য রাখেন।এমইউএইচ/আরএস/এমএস