লাইফস্টাইল

পাপরিকা রেস্টুরেন্ট এন্ড কনভেনশনের যাত্রা শুরু

রাজধানীর ধানমন্ডিতে মনোরম পরিবেশে যাত্রা শুরু করেছে পাপরিকা রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টার। মনোরম ইন্টেরিয়রে সাজানো রেস্টুরেন্টটিতে লাইভ কিচেনের সাথে রয়েছে লাইভ সাউন্ড। রয়েছে আলাদা স্মোকিং জোন ও গাড়ি পার্কিং সুবিধা। রেস্টুরেন্টের খাবারের আইটেমে রয়েছে বৈচিত্র্য। সী ফুড, কন্টিনেন্টাল ফুড, ইন্ডিয়ান ফুড, থাই ফুড ও চাইনিজ ফুড। রয়েছে বিভিন্ন ধরনের জুস ও ডেজার্ট। বিদেশি খাবারের বৈচিত্র্য থাকা সত্ত্বেও পাপরিকার খাবারের দাম নির্ধারণ করা হয়েছে ক্রেতার নাগালের মধ্যে। মাত্র ২৩০-৭৯৫ টাকার মধ্যে রয়েছে খাবারের নানা আয়োজন। কনভেনশন সেন্টারের মধ্যে রয়েছে যে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুবিধা। যোগাযোগ: পাপরিকা রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টার, হাউস নং ৫৫, রোড-৪/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। মোবাইল: ০১৯৭৭২৭৭৪৫২। ফেসবুক : fb/paprika.dhaka। ওয়েবসাইট: www.paprikabd.comএইচএন/এমএস