রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাসমাবেশ শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানীসহ সারাদেশ থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগদান করতে ইতোমধ্যেই উদ্যানে উপস্থিত হয়েছেন। এর মধ্যে অনেককে হাতি-ঘোড়া নিয়ে মহাসমাবেশে যোগ দিতে দেখা গেছে। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলকে উজ্জীবিত রাখতে ভাষণ দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। রোববার ভোরে সরেজমিন পরিদর্শনে দেখা গেছে- মহাসমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকে পার্টির চেয়ারম্যান এরশাদ, রওশন এরশাদ, মহাসচিব রুহুল আমিন তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ছবি সম্বলিত নানা রঙিন ব্যানার ফেস্টুনে ভরে গেছে। সমাবেশ শুরুর আগে নেতাকর্মীদের উজ্জীবিত করতে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান পরিবেশনা চলছে।মহাসমাবেশের সবচেয়ে বড় আকর্ষণ সমাবেশস্থলে একডজনেরও বেশি হাতি ঘোড়ার উপস্থিতি। বড়, মাঝারি ও ছোট বিভিন্ন সাইজের হাতি ও ঘোড়া দেখতে বিভিন্ন বয়সী লোকজন ভিড় জমাচ্ছেন। সকাল সাড়ে ৭টায় উদ্যানের লেকের পানিতে হাতিদের গোসল করান মাহুতরা। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মী ও সকালে প্রাতঃভ্রমণে আসা লোকজন সমাবেশে হাতি ঘোড়া দেখে থমকে দাঁড়িয়ে হাতিরা কী করে, কী খায় তা দেখেন।এক হাতির মাহুত জানান, সারাদিনের জন্য এক একটি হাতি ২০ হাজার ও ঘোড়া প্রতি ৫ হাজার টাকায় ভাড়া করে আনা হয়েছে। যশোর থেকে আগত এক উপজেলা পর্যায়ের নেতা জানান, সমাবেশে যোগ দিতে শনিবার বিকেলে ৪টায় রওনা হয়ে এসেছেন। পার্টির চেয়ারম্যানের নির্দেশনা নিয়ে বিকেলেই ফিরে যাবেন। নিয়মিত প্রাতঃভ্রমণে আসা একজন প্রবীণ বলেন, বিএনপির মতো দল এ উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েও পায় না অথচ তাদের সঙ্গে লিয়াজো রক্ষা করে চলা জাতীয় পার্টির সমাবেশে লোক সমাগম হতে পুলিশই সাহায্য করছে।এমইউ/জেডএ/পিআর