বিনোদন

মমতাজকে প্রধান অতিথি না করায় অনুষ্ঠান পণ্ড

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে প্রধান অতিথি না করায় পণ্ড হয়ে গেছে তার নির্বাচনী এলাকার একটি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।এমপির ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমানের নির্দেশে এ অনুষ্ঠান স্থগিত রাখতে বাধ্য হন সংশ্লিষ্টরা। জানা গেছে, সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমু বাড়ি বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণের নির্ধারিত অনুষ্ঠান ছিল গতকাল সোমবার। অনুষ্ঠানে পার্শ্ববর্তী হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিল্পপতি গোলাম মনির হোসেনকে প্রধান অতিথি করা হয়। আর এতেই সংসদ সদস্য মমতাজ বেগম ও তার অনুসারীরা ক্ষুব্ধ হন। স্কুলের প্রধান শিক্ষক দিনবন্ধু জানান, সোমবার সকালে পুরস্কার বিতরণের জন্য সকল প্রস্ততি সম্পন্ন হলেও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল প্রথমে তাকে অনুষ্ঠান স্থগিত রাখার কথা বলেন। এরপর এমপি মমতাজের ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান মোবাইল ফোনে অনু্ষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহারও অনুষ্ঠান বন্ধ রাখার পক্ষে মত দেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়।এ ব্যাপারে যোগাযোগ করা হলে পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি মমতাজকে প্রধান অতিথি না করার কারণে অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দেন মমতাজের ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান।  তিনি আরও জানান, শিল্পপতি মনীর হোসেন আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বলে এলাকায় গুঞ্জন রয়েছে। যে কারণে তাকে অতিথি করায় সংসদ সদস্য ও তার অনুসারীরা ক্ষুব্দ হয়েছেন।তবে এমপিকে অতিথি না করায় অনুষ্ঠান পণ্ডের বিষয়টি সরাসরি স্বীকার না করলেও সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান জানান, স্কুলের উন্নয়নের বিষয়টি বিবেচনা করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখার জন্যে অনুরোধ জানানো হয়েছে।বি এম খোরশেদ/এফএ/পিআর