যুক্তরাষ্ট্রের ছবি সেদেশে মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। বিষয়টি চমক জাগানিয়া বটে! যদিও চমক এবারই প্রথম নয়, এর আগেও যুক্তরাষ্ট্রের আগে ছবি মুক্তি দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলো বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স।২০১৩ সালে প্রিন্সেস ডায়নার জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ডায়না’ যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহ আগে মুক্তি দিয়েছিলো তারা। এবারের চমকের নাম ‘দ্য গ্রেট ওয়াল’। চীনের ঐতিহাসিক মহাপ্রাচীর নিয়ে নির্মিত এ ছবি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ১৭ ফেব্রুয়ারি। আর বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাচ্ছে আগামীকাল ২৭ জানুয়ারি, শুক্রবার । লেজেন্ডারি ইস্টের প্রযোজনায় এবং ইউনিভার্সাল পিকচার্সের পরিবেশনায় প্রায় ১৫ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এ ছবি ঘিরে এরইমধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মাঝে। এনই/এইচএন/পিআর