গণমাধ্যম

সাংবাদিক ফেরদাউস মোবারকের মায়ের ইন্তেকাল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক ও দ্য এশিয়ান এইজের প্রধান বার্তা সম্পাদক ফেরদাউস মোবারকের মা রহিমা খাতুন আজ (সোমবার) সকাল সাড়ে ৮টায় রাজশাহীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক পুত্র, সাত কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আজ বাদ আছর নামাজে জানাজা শেষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঘিওন গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।ফেরদাউস মোবারকের মা রহিমা খাতুনের মৃত্যুতে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।এমইউ/বিএ