দেশজুড়ে

কলেজে ঢুকে ছাত্রীকে বখাটের থাপ্পড়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কলেজে ঢুকে প্রকাশ্যে এক ছাত্রীর গালে থাপ্পড় মেরেছে স্থানীয় এক বখাটে যুবক। শনিবার দুপুরে উপজেলার সদরের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের কমনরুমে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে পুরো আখাউড়ায়জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বখাটে প্রিতম ঘোষ (২৪) আখাউড়া উপজেলার রাধানগর গ্রামের ঘোষপাড়া মহল্লার রাসমোহন ঘোষের ছেলে।কলেজ সূত্রে জানা যায়, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই নানাভাবে উত্ত্যক্ত করে প্রেম নিবেদন করতো তার প্রতিবেশী প্রিতম।শনিবার দুপুরে প্রিতম ওই ছাত্রীর খোঁজে তার কলেজে গিয়েও তাকে উত্ত্যক্ত শুরু করে। একপর্যায়ে প্রিতম কলেজের কমন রুমে ওই ছাত্রীর গালে থাপ্পড় মারেন। এ সময় অন্যরা এগিয়ে আসলে প্রিতম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের কলেজ অধ্যক্ষ জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ওই বখাটে যুবক আমাদের কলেজের ছাত্র নয়। বিষয়টি আখাউড়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে।আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জাগো নিউজকে জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে বখাটে প্রিতমকে গ্রেফতারের চেষ্টা চলছে।আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি