আদালতের আদেশ অমান্য করায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রাব্বী মিয়াকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২২ তারিখ তাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার পরিবেশবাদী সংগঠন বেলার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।সোনারগাঁয়ের অর্থনৈতিক জোনে মাটি ভরাট বন্ধে আদালতের দেয়া নির্দেশ যথাযথভাবে পালন না করায় তাকে তলব করেন হাইকোর্ট। আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সৈয়দ আহমেদ কবীর। পরে আইনজীবী জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নারাণগঞ্জের সোনারগাঁয়ে অর্থনৈতিক অঞ্চলে (ইকোনোমিক জোন) মাটি ভরাট কার্যক্রম অব্যাহত রাখায় জেলা প্রশাসককে ডিসিকে তলব করেছেন আদালত এবং তাকে আগামী ২২ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।২০১৪ সালে সোনারগাঁ উপজেলার ৬টি মৌজায় কৃষি জমি ও মেঘনা নদীর তীর ভরাট করে সোনারগাঁ রিসোর্ট সিটি নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছিল। ওই বছরের ২ মার্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট প্রকল্প বাস্তবায়নের ওপর নিষেধাজ্ঞা দেন।পরবর্তীতে অপর এক আবেদনে হাইকোর্ট এক আদেশে ভরাটকৃত মাটি অপসারণ করে কৃষি জমি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন।২০১৬ সালে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের এক আবেদনের প্রেক্ষিতে প্রকল্পের ওপর দেয়া নিষেধাজ্ঞার আদেশ সংশোধন করে দেন হাইকোর্ট। ওই বছরের ৩ নভেম্বর আপিল বিভাগ হাইকোর্টের এই আদেশ স্থগিত করে দেন।এই আদেশ স্থগিত থাকার পরও মাটি ভরাট কার্যক্রম চলছিল। এ অবস্থায় গৃহায়ণ ও গণপূর্তসচিব সহ ১২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা)।আজ সেই আদালত অবমাননার মামলার শুনানি শেষে হাইকোর্ট শুধু নারায়ণগজ্ঞের ডিসিকে তলব করেন।এফএইচ/এসএইচএস/জেআইএম