ক্যাম্পাস

চবি ছাত্রলীগের চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৬ নেতা-কর্মীকে রাঙামাটি থেকে আটকের খবরে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। তবে পুলিশের আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।রোববার দুপুর ১টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বিশ্ববিদ্যালয় ২নং গেইট এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে।বিভিন্ন সূত্রে জানা গেছে, সকালে রাঙামাটিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৬ নেতাকর্মী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীর অনুসারীকে আটকের খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা দুপুরে সড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।এদিকে অবরোধের বিষয়ে হাটহাজারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর জাগো নিউজকে বলেন, কোনো অবরোধ হয়নি। তবে কিছু সময়ের জন্য তারা অবরোধের চেষ্টা করে থাকতে পারে। আমি নিজেই ওই রাস্তা দিয়ে এসেছি। যান চলাচল স্বাভাবিক।অবরোধকারীদের মধ্যে ছাত্রলীগ নেতা বিকুল তাজিম জানান, আমাদের নেতাকর্মীদের আটকের প্রতিবাদে রাঙামাটি সড়ক অবরোধ করি। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিই।আবদুল্লাহ রাকীব/এফএ/জেআইএম