দেশজুড়ে

বাকেরগঞ্জে প্রশ্নপত্র ফাঁস : কেন্দ্র সচিবসহ আটক ৭

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্র সচিবসহ সাতজনকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বাকেরগঞ্জ থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।আটকরা হলেন, ইসলামীয়া মাদরাসা পরীক্ষা কেন্দ্রের সচিব মাওলানা মো. বশির উদ্দিন ও কক্ষ পরিদর্শক শিক্ষক মাওলানা মো. নুরুজ্জামান, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা হানিফ, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আব্দুস ছালাম ও মাওলানা আনোয়ার হোসেন। সকলে শিক্ষাগত পেশার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে প্রশ্ন ফাঁস করে উত্তরপত্র লিখে উপজেলার পরীক্ষা কেন্দ্রে সরবারহের কথা বলে শিক্ষার্থীদেও কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলা হয়েছে। পরে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ সদস্যরা যৌথভাবে উপজেলার রুনশী এলকার একটি বাসায় অভিযান চালিয়ে পাঁচজন এবং পরবর্তিতে তাদের দেয়া তথ্য মতে আরও দুইজনকে আটক করা হয়। এর সঙ্গে বিশাল একটি চক্র জড়িত। আটকদের জিজ্ঞাসাবাদে চক্রের আরও কয়েকজন সদস্যের নাম জানা গেছে। তাদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জাগো নিউজকে জানান, আজ দাখিল পরীক্ষার পদার্থ বিজ্ঞান এবং ইসলামের ইতিহাস বিষয় পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর আগেই একটি চক্র বাকেরগঞ্জ ইসলামীয়া মাদরাসা কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁস করে। ওই প্রশ্ন পার্শ্ববর্তী রুনশী গ্রামের মোস্তাফিজুর রহমানের বাসায় নিয়ে চারজন সমাধানের প্রক্রিয়া চালাচ্ছিল। পরবর্তীতে সমাধান করা উত্তরপত্র পুনরায় অন্যান্য পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করার কথা ছিল। কিন্তু পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। সেখান থেকে পদার্থ বিজ্ঞান ও ইসলামের ইতিহাসের নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষার চারটি প্রশ্নপত্র উদ্ধার করা হয়। আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে ইসলামীয়া মাদরাসায় গিয়ে কেন্দ্রে সচিব মাওলানা বশির উদ্দিন ও অপর এক শিক্ষক মাওলানা মো. নুরুজ্জামানকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।সাইফ আমীন/এআরএ/পিআর