লাইফস্টাইল

জাগো নিউজ-টপার পিঠা শিল্পী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রোজি

জাগো নিউজ-টপার পিঠা শিল্পী প্রতিযোগিতায় চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার রোজি নূরজাহান বেগম (গুড় ক্ষীরসার দুধ-পুলি)। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে খুলনার বৈশাখী (আপেলের পোস্তপুলি) ও যশোরের খন্দকার ইসমাত জেরিন তমি (দুধে ভেজা ছানার পাটিসাপটা)।রোববার বিকেলে বারিধারার অ্যাট্রিয়াম হোটেলে বিচারকদের রায়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিজয়ীদের মধ্যে অন্যরা হলেন- জিনিয়া আলম (চতুর্থ), ঢাকার সালমা আক্তার রুম্পা (পঞ্চম), খাদিজা হোসেন (ষষ্ঠ), ঢাকার ফাতেমা আফরোজ (৭ম), গাইবান্ধার জান্নাতুল মাওয়া মৌসুমী (৮ম), খুলনার জান্নাতুল ফেরদৌস জুঁই (৯ম) ও দশম হয়েছেন ফরহাদ হোসেন।প্রতিযোগীরা তাদের তৈরি মজাদার পিঠা ৮ জন বিচারকের সামনে উপস্থাপন করেন ও কী কী রেসিপিতে এগুলো তৈরি হয়েছে তা উপস্থাপন করেন। জাগো নিউজ-টপার পিঠা প্রতিযোগিতার প্রথম পর্বে ফেসবুকে রেসিপি আহ্বান করা হয়। তাদের মধ্যে থেকে ৭০ জনকে নির্বাচিত করে ফেসবুক ভোটিং এবং বিচারকদের রায়ের মাধ্যমে চূড়ান্তভাবে ১২ জনকে নির্বাচিত করা হয়।এমইউ/এসএইচএস/জেআইএম