স্পেনের বার্সেলোনায় স্থায়ী শহীদ মিনার নির্মাণকল্পে স্থানীয় মিউনিসিপ্যালিটি অফিসে নির্মাণ প্রজেক্ট জমা দিয়েছেন স্থানীয় বাঙালি অভিবাসীরা। মঙ্গলবার বাংলাদেশ সমিতির ব্যানারে প্রায় এক হাজার বাঙালি অভিবাসীর স্বাক্ষর সম্বলিত অনুরোধপত্রসহ এ নির্মাণ প্রজেক্ট জমা দেয়া হয়।স্পেনের বাংলাদেশ অ্যাম্বাসির বার্সেলোনা কনস্যুলেটর রামন পেদরোসহ বাংলাদেশ সমিতির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এই প্রকল্পের প্রধান সমন্বয়কের একজন কামরুল মোহাম্মদ জানান, কাতালোনিয়ার বসবাসরত প্রায় ১০ হাজার বাঙালির প্রাণের দাবি ছিল একটি স্থায়ী শহীদ মিনার।এতদিন প্রবাসে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করতে হয়েছে। তবে দীর্ঘ চার বছরের প্রচেষ্টায় এখন তা আশার আলো দেখছে বলেই তিনি এই প্রতিবেদককে জানান।বিএ/আরআই