স্কুল শিক্ষার্থীদের প্রতীকী মানবসেতুর উপর দিয়ে হেঁটে যাওয়া চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীকে জামিন দিয়েছেন চাঁদপুরের আদালত।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (নারী ও শিশু) মামুনুর রশীদ বুধবার বিকেল ৫টায় তার জামিন মঞ্জুর করেন।
শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ এনে শিক্ষার্থীর এক অভিভাবক বাদী হয়ে হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারীসহ হাইমচর থানায় শিশু আইনে ৫ জনকে আসামি করে একটি মামলা করেন।
মামলাটি উচ্চ আদালতে উপস্থাপন করা হলে হাইকোর্ট নিন্ম আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন। সেই মোতাবেক বুধবার নিন্ম আদালতে হাজিরা দেন তিনি।
উলেখ্য, গত ৩০ জানুয়ারি হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী। সেখানে ৯ম ও ১০ শ্রেণির কিছু শিক্ষার্থীকে দিয়ে মানব সেতু তৈরি করা হয়। সেই সেতু দিয়ে চেয়ারম্যান নুর হোসেন হেঁটে যান। এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। পরে এ ঘটনায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তদন্তপূর্বক ৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকেও তদন্ত হয়।
একরাম/ এমএএস/পিআর