ময়মনসিংহের গৌরীপুর থানার নারী কনস্টেবল হালিমা বেগমকে ধর্ষণের অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) মিজানুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়।
ময়মনসিংহ ডিবির ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইমরাত হোসেন গাজী বিষয়টি নিশ্চিত করেন।
ধর্ষণের কারণেই পুলিশ কনস্টেবল হালিমা (২৫) আত্মহত্যা করেছে- এমন অভিযোগে মামলা দায়ের করেছেন তার বাবা মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিন আকন্দ।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ দিনগত রাতে থানার পরিত্যক্ত ভবনে (মহিলা পুলিশ ব্যারাক) পুলিশ কনস্টেবল হালিমা বেগমের শয়নকক্ষে প্রবেশ করে ধর্ষণ করে এসআই মো. মিজানুল ইসলাম। এ ঘটনার জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহম্মদ জানান, পুলিশ সুপারের নির্দেশে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসিকে মামলার তদন্তভার দেয়া হয়েছে।
অন্যদিকে, সোমবার সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার গৌরাকান্দা নিজ গ্রামে নারী কনস্টেবল হালিমা বেগমের দাফন সম্পন্ন হয়।
এর আগে রোববার নারী পুলিশ ব্যারাকে শরীরে দাহ্য পদার্থ ঢেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যান তিনি। ঘটনার পরপরই এসআই মো. মিজানুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
এআরএ/এমএস