বিদায় নিলেন যশোর বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। বুধবার ৮ বছরের কর্মজীবনের শেষ কর্মদিবসে শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
তিনি ২০০৮ সালের ৭ এপ্রিল উপাচার্য হিসেবে যোগ দেন।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্যালারিতে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’ উদ্যোগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দীর্ঘ আট বছরের উপাচার্য থাকাকালীন নানা অভিজ্ঞতা তুলে ধরেন আব্দুস সাত্তার। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে নিয়ে কী সমালোচনা হয়েছে কি হয়নি, সেটা আমি মনে রাখিনি। শেষ দিন পর্যন্ত যে আমার কথা শুনেছেন এটাই বড় কথা। অনেক বিদায়ী ভিসি তো এটাও পায় না। আমার সৌভাগ্য এটা আমি পেয়েছি।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান জাহিদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রকৌশল অনুষদের ডিন ড. বিপ্লব কুমার বিশ্বাস, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. ইকবাল কবীর জাহিদ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. সাইবুর রহমান মোল্যা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন প্রমুখ।
মিলন রহমান/এআরএ/জেআইএম