প্রবাসীদের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) প্যারিসে একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় ছয় শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে ২৩ দফা প্রস্তাব গৃহিত হয়। পরে আয়েবার সাধারণ সম্পাদক কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে ২৩ দফা নিয়ে ধারাবাহিক কর্ম তৎপরতা শুরু হয়।নেতৃবৃন্দ আবর আমিরাতে কর্মরত ৬০ হাজার বাংলাদেশি প্রবাসীর ভিসা সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া কোনো অশুভ চক্র যেন শ্রম বাজার ধ্বংস করতে না পারে তা নিয়েও আলোচনা করা হয়।প্রতিনিধি দলে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ ও মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন। এছাড়া আয়েবার পক্ষে সহ-সভাপতি ফখরুল আ ক ম সেলিম ও সাধারণ সম্পাদক কাজী এনায়েত উল্লাহ ইনুসহ এ টি এম রেজা , শুভ্রত ভট্রাচার্য্য শুভ, তাপস বড়ুয়া রিপন, এমদাদুল হক স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।আরএস