চিত্রনায়ক শাকিব খান গোপনে ২০০৮ সালের ১৮ এপ্রিল অপু বিশ্বাসকে বিয়ে করেন। এ তথ্য জানান অপু বিশ্বাস নিজেই।
সোমবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সাক্ষাৎকার দিতে গিয়ে অকপটে বিয়ের কথা স্বীকার করেন অপু।
এরপর উইকিপিডিয়ায় শাকিব খানকে বিবাহিত হিসেবে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়েছে, ‘সাকিব খান ২০০৮ সালে অপু বিশ্বাসকে বিয়ে করেন বলে ২০১৭ সালে দাবি করেন অপু বিশ্বাস। তাদের সন্তানের নাম আব্রাহাম খান জয়।’
এনই/এসইউ/পিআর