দেশজুড়ে

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে ২৮ শ্রমিক আহত

দিনাজপুরের সদর উপজেলায় একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে ২৮ জন শ্রমিক আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ মোড় শেখহাটি নামক স্থানে মের্সাস যমুনা অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মের্সাস যমুনা অটো রাইস মিলে বুধবার সকাল থেকে ধান ছাঁটাইয়ের কাজ চলছিল। দুপুর ১২টার দিকে মিলের বয়লার প্রচণ্ড গরম হয়ে বিস্ফোরিত হয়। এত ২৮ জন শ্রমিক আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে মিল মালিক শহরের বড় বন্দর এলাকার সুবল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

এমদাদুল হক মিলন/আরএআর/পিআর