সাহিত্য

অাগামীকাল পান্থজনের সখা সাহিত্য আড্ডা

সাহিত্য পত্রিকা ‘পান্থজনের সখা’র উদ্যোগে সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছে। অাগামীকাল (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আড্ডাটি অনুষ্ঠিত হবে।

পান্থজনের সখা’র সম্পাদক কবি বিমল গুহের সভাপতিত্বে আড্ডায় তরুণ কবি এবং লেখকরা অংশগ্রহণ করবেন।

আড্ডার বিষয় ‘বর্তমান প্রজন্মের সাহিত্যের ধারা’। আড্ডায় কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠসহ সাহিত্য চিন্তা ব্যক্ত করবেন।

পান্থজনের সখা’র সম্পাদক কবি বিমল গুহ বলেন, ‘বর্তমান প্রজন্মের সাহিত্যচর্চাকে আরো বেগবান করার জন্য কবি-সাহিত্যিক ও সাহিত্যপ্রেমী বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি।’

এসইউ/পিআর