চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।
বুধবার ভোর থেকে উপজেলার ত্রিমোহিনী এলাকার ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি কাউন্টার টেরোরিজম ইউনিট ও র্যাব সদস্যরা রয়েছেন।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। জঙ্গিদের আত্মসমর্পণে আহ্বান জানানা হচ্ছে।
এফএ/আরআইপি