চারদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম এসেছে চীনের তিন যুদ্ধজাহাজ। এ তিন যুদ্ধজাহাজ হল, ডেস্ট্রয়ার চ্যান চুন, ফ্রিগেট জিং জো ও লজিস্টিক শিপ চাও হু।
মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের জেটিতে এ তিন যুদ্ধজাহাজকে স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মনিরুজ্জামান।
এ সময় চট্টগ্রামে নানা খাতে কর্মরত চীনা নাগরিকরাও উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চীনা প্রতিনিধি দলের পূর্বাঞ্চলীয় ফ্লিটের ডেপুটি কমান্ডার শেন হাউ ও তিন জাহাজের অধিনায়ক বাংলাদেশের নৌবাহিনী প্রধান, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া চীনা প্রতিনিধি দলটি বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকস, বানৌজা শহিদ মোয়াজ্জেম ঘাঁটি, বানৌজা প্রত্যয়, নৌবাহিনী পরিচালিত বিশেষায়িত স্কুল ও চট্টগ্রামের ঐতিহাসিক স্থান পরিদর্শন করবে।
এ সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। আগামী ২৬ মে জাহাজ তিনটি চট্টগ্রাম ত্যাগ করবে বলেও উল্লেখ করা হয় এই বিজ্ঞপ্তিতে।
এএম/আরআইপি