প্রবাস

কুয়েতে রমজানের প্রস্তুতি

কুয়েত প্রবাসীদের রমজানের প্রস্তুতি শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যবাসীর রহমতের প্রথম রোজা শুরু হয় শনিবার।

প্রবাসে পবিত্র রমজানের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মুসল্লিরা বলেন, কুয়েত দুই ঋতুর দেশ। শীত ও গরম। যদিও এখন খুব গরম তবুও রোজা রাখতে কষ্ট হয় না। রমজান এলে কুয়েত প্রবাসীরা কষ্ট করে না। রহমতের এ মাসে মসজিদে ইফতারির ব্যবস্থা থাকে।

এমআরএম/এএইচ/আরআইপি