জাগো জবস

সপ্তাহের সেরা চাকরি: ১৯ ডিসেম্বর ২০২৫

দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার। বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে। এমন হতাশার মধ্যেও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায়। তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে।

তাই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরি—

সরকারি চাকরি

১৮৮ জনকে নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর১৪৪ জনকে নিয়োগ দেবে চট্টগ্রাম ওয়াসা, এসএসসি পাসেও আবেদন১৩৭ জনকে নিয়োগ দেবে নেসকো, এসএসসি পাসেও আবেদন৬২ জনকে নিয়োগ দেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি১৩ জনকে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আবেদন ফি ২২৩জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন২১ জনকে নিয়োগ দেবে চট্টগ্রাম ওয়াসা, আবেদন ফি ২২৩ টাকানবম গ্রেডে নিয়োগ দেবে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি৬৫ জনকে নিয়োগ দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন৪৫ জনকে নিয়োগ দেবে সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট৮১ জনকে নিয়োগ দেবে আবাসন পরিদপ্তর, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানে চাকরি

নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা১০০ অফিসার নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্সঢাকায় নিয়োগ দেবে ব্যাংক এশিয়াজনবল নিয়োগ দেবে বিকাশ, থাকছে না বয়সসীমাঅফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, কর্মস্থল ঢাকাঢাকায় নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, লাগবে স্নাতক পাসনিয়োগ দেবে এনআরবি ব্যাংক, ৪০ বছরেও আবেদনচাকরির সুযোগ দিচ্ছে ব্যাংক এশিয়ানিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, কর্মস্থল ঢাকাআইডিসিওএলে নিয়োগ, বেতন এক লাখ পাঁচ হাজার টাকানিয়োগ দেবে ইউনাইটেড ফাইন্যান্স, কর্মস্থল ঢাকাজনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, ৩৮ বছরেও আবেদনব্র্যাক ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি

২০ কর্মচারী নিয়োগ দেবে খুলনা বিশ্ববিদ্যালয়, আবেদন ফি ১০০২৪ জন শিক্ষক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়৫ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে শাবিপ্রবিপ্রভাষক পদে নিয়োগ দেবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনশিক্ষক নিয়োগ দেবে ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ

বেসরকারি চাকরি

ম্যানেজার পদে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, লাগবে স্নাতক পাসআরএফএল গ্রুপে নিয়োগ, থাকছে না বয়সসীমানভোএয়ারে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও পাবেন আবেদনের সুযোগ৫০ কর্মী নিয়োগ দেবে মিনিস্টার, লাগবে এসএসসি পাসআবুল খায়ের গ্রুপে নিয়োগ, থাকছে না বয়সসীমা৩০ ম্যানেজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, ২৫ বছর হলেই আবেদনবসুন্ধরা গ্রুপে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগনিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, লাগবে না অভিজ্ঞতাওয়ালটনে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে মেঘনা গ্রুপ, কর্মস্থল ঢাকা২০ জনকে নিয়োগ দেবে ডিজিকন, লাগবে না অভিজ্ঞতাম্যানেজার নিয়োগ দেবে হাতিল, কর্মস্থল গাজীপুরঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপএইচএসসি পাসে নিয়োগ দেবে এসিআইনিয়োগ দেবে আকিজ ফুড, ২১ বছর হলেই আবেদনের সুযোগমার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার ফুড, লাগবে স্নাতক পাসঅফিসার পদে নিয়োগ আড়ং, লাগবে স্নাতক পাসঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দিচ্ছে অলিম্পিকঢাকায় নিয়োগ দেবে আকিজ বেকারস, থাকছে না বয়সসীমাসজীব গ্রুপে নিয়োগ, ২৫ বছর হলেই আবেদনের সুযোগএসএমসিতে ডেপুটি ম্যানেজার পদে চাকরির সুযোগ

এনজিও চাকরি

অ্যাকাউন্টস অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, কর্মস্থল কক্সবাজারঢাকায় নিয়োগ দিচ্ছে ওয়াটারএইড, বেতন ৬৪ হাজার টাকাঅ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে মেরী স্টোপস, লাগবে স্নাতক পাসসিনিয়র ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক, লাগবে স্নাতক পাসম্যানেজার পদে নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল ঢাকা

এ ছাড়া সপ্তাহের অন্যান্য চাকরির খবর পেতে অনলাইন জব পোর্টাল জাগোজবস ডটকম ভিজিট করতে পারেন।

এমআইএইচ/এমএস