প্রবাস

শারজায় সিআইপি মুজিবুর রহমানকে সংবর্ধনা

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমান সিআইপিকে আমিরাতে সংবর্ধনা দিয়েছে দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী আওয়ামী পরিষদ।

বৃহস্পতিবার (২৫ মে) শারজাহ আল-হুদাইবিয়া হোটেল হল রুমে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নূরুল আবছার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব শৈবাল বড়ুয়া। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন হাজী নূরুল আমিন।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক আহমেদ আলী জাহাঙ্গীর, নজরুল ইসলাম, প্রকৌশলী নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, দুবাই ও শারজা বঙ্গবন্ধু পরিষদের পক্ষে নূরন্নবী রওশন, এসএ মনির, মুহাম্মদ সিরাজদ্দৌল্লা প্রমুখ।

প্রধান অতিথি আলহাজ মুজিবুর রহমানকে পুষ্পমাল্য অর্পণ করেন বিশু চক্রবর্তী, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম। সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন নবীদুল হক মুন্না, মো. মইনুদ্দিন ও জোবায়ের শাহাবুদ্দিন।

বিএ/আরআইপি