জাতীয়

ভারত-বাংলাদেশ সম্পর্কের কোনো সীমা নেই : পঙ্কজ সরন

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন নতুন অধ্যায়ে উপনীত হয়েছে। এই সম্পর্কের কোনো সীমা নেই। এই সম্পর্ক শুধু দুই দেশের সরকারের ওপর নির্ভরশীল নয়। বরং এটা দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক। এ সম্পর্ক উন্নয়নে শিক্ষাসহ সকল ক্ষেত্রে পরস্পরের মধ্যে সহযোগিতা আরো বাড়াতে হবে।সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, কোনো জাতির প্রগতির স্তম্ভ হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া প্রগতির অন্য পথ নেই। শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করতে হবে। ভারত সরকার তা করার চেষ্টা করছে। শিক্ষার ক্ষেত্রে ভারত বাংলাদেশের জন্য সহযোগিতা অব্যাহত রয়েছে। তা আগামীতেও থাকবে বলে জানান তিনি।দুই দেশের সক্রিয় উদ্যোগে সীমান্ত চুক্তি সফলতার মুখ দেখেছে উল্লেখ করে তিনি বলেন, তিস্তা চুক্তিসহ দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়েও কার্যকর সমাধানে ভারত আশাবাদী।তিনি আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সমস্যা একই ধরনের। তাই আমাদের একসঙ্গে এসবের সমাধান খুঁজতে হবে।সংবর্ধনা অনুষ্ঠানে পঙ্কজ সরনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুভেচ্ছা স্মারক উপহার দেন অনুষ্ঠানের সভাপতি রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র।রাবির নাট্যকলা এবং সঙ্গীত বিভাগে শিক্ষা উপকরণ প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা কার্যক্রমে ভারতীয় হাইকমিশনের সহযোগিতার ক্ষেত্রে এবং বাংলাদেশ-ভারত সম্পর্কে উন্নয়নের গুরুত্বপর্ণ অবদানের জন্য সোমবার পঙ্কজ সরনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানের আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রশালা পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন।এছাড়া সোমবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকাল এবং সঙ্গীত বিভাগে পরিচালিত সাংস্কৃতিক প্রকল্পের অধীনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এমএএস/আরআই