সাহিত্য

হাবীবাহ্ নাসরীনের কবিতা

প্রতীক্ষায়..হাবীবাহ্ নাসরীন

জানি না কতটা অপরাধী আমি, দোষ কত গুরুতরভালোবেসে যদি ভুল করে থাকি, ভালোবেসে ক্ষমা করো।

চাইনি কিছুই- হাসি ভরা মুখ, বুক ভরা সুখ, প্রেমকাছাকাছি তবু আমরা আলাদা, এক ছবি দুই ফ্রেম!

তোমার উঠোনে জোসনা বিলাস, আমার দেয়ালে রোদজমিয়ে রেখেছি বুকের ভেতরে তোমার অভাববোধ।

এটা তো সত্যি পুরো পৃথিবীতে তুমি শুধু একজনআর কারো চোখে আকাশ দেখে না আমার বেহায়া মন।

জানি না আমার লুকোচুরি প্রেম তোমার কতটা জানাএকি প্রশ্রয়, নাকি আশ্রয়, কখনো করোনি মানা!

স্বপ্নে এসেছো, হৃদয়ে থেকেছো, তুমি সেই প্রিয়তমতুমি না দাঁড়ালে কী করে হারাবো, আমি বড় অক্ষম।

জানি না কখনো ধরবে কি হাত, মিলবে কি চোখে ঠাঁইএকজনমের ভালোবাসা বুকে তবুও প্রতীক্ষায়!

এসইউ/পিআর