ক্যাম্পাস

বেরোবির সাড়ে ৩৯ কোটি টাকার বাজেট প্রস্তাব

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৩৯ কোটি ৬৮ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত অর্থ কমিটির ২০তম সভায় বাজেট প্রস্তাবের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ কোষাধ্যক্ষের দায়িত্বপ্রাপ্ত হিসেবে সভায় সভাপতিত্ব করেন।

এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সাইদুল হক, রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মিজানুর রহমানসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

নয়ন/আরএআর/জেআইএম