দেশজুড়ে

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

নেত্রকোনায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন নেত্রকোনা শহরের কুরপাড় এলাকার বাসিন্দা গৃহকর্তা টিটু মিয়া ও তার স্ত্রী নাসরিন আক্তার।

নির্যাতনের শিকার শিশু স্বর্ণা মনিকে (৮) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের কুরপাড় এলাকার বাসিন্দা টিটু মিয়ার বাসায় শিশু স্বর্ণা মনি ৭ মাস ধরে কাজ করে আসছে। কাজে সামান্য ত্রুটি হলেই তাকে বেধরক পেটানো হতো বলে অভিযোগ শিশুটির। গত শুক্রবার রাত ৯টার দিকে বাসায় ১৮ হাজার টাকা না পেয়ে শিশুটির বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ এনে তাকে মারধর করে। একপর্যায়ে গৃহকর্তা টিটু, তার স্ত্রী নাসরিন আক্তার ও ছেলে নয়েল মিয়া মিলে শিশুটিকে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন করলে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন শনিবার সকালে জ্ঞান ফিরে এলে তার পরিবারকে খবর দেয়া হয়। ওইদিন দুপুরে পরিবারের লোকজন এসে শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

শিশু স্বর্ণা মনি জাগো নিউজকে বলে, টাকা চুরির মিথ্যা অভিযোগ এনে বাসার মালিক প্রথমে আমাকে লাঠি দিয়ে মারধর করে। একপর্যায়ে তার ছেলে নয়েল আমার হাত-পা বেঁধে কোমড়ের বেল্ট খুলে পেটাতে থাকে। এ সময় নাসরিন আন্টি (গৃহকর্ত্রী) আমার মুখ চেপে ধরে। পরে আমি অচেতন হয়ে যাই, আর কিছু বলতে পারি না।

শিশুটির বড় বোন ফাতেমা আক্তার জাগো নিউজকে বলেন, ৫ বছর আগে তাদের মা ফুলেছা বেগম মারা যান। চার বছর আগে বাবা রফিকুল ইসলাম অসুস্থ হয়ে ঘরে রয়েছেন। আগে তিনি শ্রমিকের কাজ করতেন। অভাব সইতে না পেরে বোনটিকে মানুষের বাসায় কাজে দিয়েছিলাম। কিন্তু তারা এভাবে গরিবের উপর নির্যাতন করল! আমি এর বিচার চাই।

হাসপাতালে কর্তব্যরত সেবিকা জয়শ্রী সরকার জাগো নিউজকে বলেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রক্ত জমাট বেঁধে কালচে আকার ধারণ করেছে।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মো. নজরুল ইসলাম ফকির জাগো নিউজকে বলেন, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে সে শঙ্কামুক্ত। শিশুটির স্বাভাবিক জীবনে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে।

এদিকে রোববার দুপুরে শিশুটির চাচা বাদশা মিয়া বাদী হয়ে অভিযুক্ত টিটু, তার স্ত্রী নাসরিন ও ছেলে নয়েল মিয়াকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রোববার দুপুর ২টার দিকে গৃহকর্তা টিটু মিয়া ও তার স্ত্রী নাসরিনকে গ্রেফতার করেছে।

নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জাগো নিউজকে জানান, এ ঘটনায় টিটু মিয়া ও স্ত্রী নাসরিনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কামাল হোসাইন/আরএআর/জেআইএম