দেশজুড়ে

কুমিল্লায় দুদকের মামলায় নির্বাহী প্রকৌশলী গ্রেফতার

কুমিল্লায় জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ফেনীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকা থেকে দুদক কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে দুদকের একটি টিম তাকে গ্রেফতার করে।

দুদক কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, ফেনীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলমের (অবসরপ্রাপ্ত) বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৮৩ লাখ ৪২ হাজার ৯১০ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৪ জুলাই কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়।

ওই মামলায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই প্রকৌশলী কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার তোয়া হাউজিংয়ের বাসিন্দা এবং তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কৈতোবা গ্রামের মৃত সামছুল হকের ছেলে।

কামাল উদ্দিন/এমএএস/আরআইপি