দুই মালিক সমিতির দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে নাটোরের সঙ্গে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা। ছোট ছোট যানবাহনে করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। তবে ধর্মঘটের সুযোগে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। বিকল্প পথে যানবাহন চলাচল করছে। চাঁদা আদায় কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নাটোর জেলা মোটর মালিক সমিতির সঙ্গে বিরোধ চলে আসছিল নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির। এর জের ধরে সম্প্রতি হরিশপুর বাস টার্মিনালে নাটোর মোটর মালিক সমিতির কাউন্টার এবং শ্রমিকদের মারপিট করে নাটোর বাস মিনিবাস মালিক সমিতির লোকজন। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে ধর্মঘটের ডাক দেয় নাটোর বাস মিনিবাস মালিক সমিতি। তবে চাঁদা আদায় বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষনায় অনড় রয়েছে নাটোর বাস মিনিবাস মালিক সমিতি।
রেজাউল করিম রেজা/এআরএস/পিআর