জোকস

আজকের জোকস : হানিমুনের ছুটি নিতে হবে

 

হানিমুনের ছুটি নিতে হবেকলেজের এক ছেলে এক মেয়েকে টিজ করার উদ্দেশে বলছে-ছেলে : যাইবা নাকি কাজী অফিস?মেয়ে : চল...ছেলে : কই যামু?মেয়ে : প্রিন্সিপ্যালের কাছে।ছেলে : ওমাহ! আপু আপনের লগে কি একটু মশকরাও করা যাইব না?মেয়ে : আরে পাগল, হানিমুনের ছুটি নিতে হবে না!

****

দু’টো চাবিই দিয়েছিলামম্যানেজার : তুমি নাকি আলমারির চাবি আবারও হারিয়েছ?কেরানি : জ্বি স্যার।ম্যানেজার : তুমি চাবি হারাও বলেই তোমাকে এবার দু’টো চাবিই দিয়েছিলাম।কেরানি : দু’টো চাবি হারায়নি স্যার। একটি হারিয়েছে, আরেকটা আমি আগেই বুদ্ধি করে আলমারিতে ঢুকিয়ে রেখেছি।

****

তেলাপোকা নিয়ে গবেষণাবল্টুর একবার বিজ্ঞানী হওয়ার খুব শখ হলো! সে একটি তেলাপোকা নিলো গবেষণার জন্য। সে তেলাপোকার একটা পা কাটলো আর বললো, ‘হাঁটো’!

তেলাপোকাটি কষ্ট নিয়ে স্বাভাবিক নিয়মে জান বাঁচাতে হাঁটতে লাগলো। এরপর সে আরও একটি পা কাটলো এবং বলল ‘হাঁটো’!

তেলাপোকাটি এবারো অনেক কষ্টে হাঁটতে লাগলো। এভাবে বল্টু সবগুলো পা কাটলো এবং বললো, ‘হাঁটো’!

তেলাপোকাটি আর হাঁটতে পারলো না! তারপর বল্টু ঘোষণা দিলো- ‘সবগুলো পা কেটে ফেলার পর তেলাপোকা আর কানে শুনতে পায় না!’

এসইউ/আইআই