অর্থনীতি

আইএফসির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি

বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের প্রকল্প বাস্তবায়ন বিষয়ক চুক্তি সই হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকে এ চুক্তি স্বাক্ষরিত হয়। আইএফসির পক্ষে কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জে. ওয়ার্নার এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের যুগ্ম পরিচালক নওশাদ মোস্তাফা চুক্তি সই করেন।

এই চুক্তির ফলে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের কর্মকর্তাদের একটি ক্রেডিট গ্যারান্টি মডেল তৈরিতে কারিগরি সহায়তা প্রদানসহ বিভাগের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এবং বিশেষ অতিথি বিশ্বব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার নিরাজ ভার্মা ও ডগলাস পিয়ার্স, আইএফসির কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জে. ওয়ার্নারসহ বিশ্বব্যাংক ও আইএফসির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসআই/এমআরএম/এমএস