প্রবাস

ভাগ্য ফেরাতে মালয়েশিয়ায় গিয়ে লাশ হলেন নোয়াখালীর নূর

মালয়েশিয়ার জহুরবারু ইমিগ্রেশনের অধীনে আটক নোয়াখালীর নূর মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১১ আগস্ট) রাতে অসুস্থ হয়ে পড়লে জহুরবারু সুলতানা আমিনা হাসপাতালে নূরকে ভর্তি করে ইমিগ্রেশন ক্যাম্প কর্তৃপক্ষ। এর তিন ঘণ্টা পর মারা যান তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নূর ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে- এমন সময় নূরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তখন আমাদের আর কিছু করার ছিল না।

জানা গেছে, গত ২৩ জুলাই জহুরবারু পাশারগুডাং এলাকায় অভিযানের সময় কোনো প্রকার বৈধ কাগজ না থাকার কারণে কর্মস্থল থেকে নূরকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

নূরের মরদেহ সব আইনি প্রক্রিয়া শেষ করে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা কামনা করেছেন নূরের পরিবার।

নূর নোয়াখালীর নোয়াবাড়ী তুলাপাড়া গোপালপুরের মোমিন খানের ছেলে।

বিএ