বলো নেবে তো আমায়বাসে উঠে যখন কোন মেয়ে স্ট্যাটাস দেয় : ‘অনেকদিন পর বাসে উঠেছি। খুব মজা লাগছে।’ এরপর ছেলেবন্ধুদের কমেন্ট :• ওয়াও, নাইস।• আমাকে না নিয়ে চলে গেলা?• পরেরবার হয়তো একসাথে বাসে থাকবো। বলো নেবে তো আমায়?• আমাকে বলতা, আমিও যেতাম।
যখন কোন ছেলে বাসে উঠে স্ট্যাটাস দেয় : ‘অনেকদিন পর বাসে উঠেছি। খুব মজা লাগছে।’ এরপর ছেলেবন্ধুদের কমেন্ট :• ওই বাসের কন্ডাক্টর হইয়া যা!• ব্যস, তোর মুরুদ এতোটুকুই?• তো আমরা কি করতাম? নাচতাম?• বাসের ভাড়া পাইছোস কই?• কার পকেট থেইকা কত মারছোস?
আরও পড়ুন- আজকের জোকস : রোনালদো এখানে চুল কাটে না
****
বউয়ের অনেক দুঃখআবুকে কাঁদতে দেখে বল্টু এগিয়ে গিয়ে বলল- বল্টু : কি রে আবু, কাঁদছিস কেন?আবু : বউয়ের দুঃখে!বল্টু : কেন? কী হয়েছে?আবু : জানো, আমার বউয়ের না অনেক দুঃখ। সে আমার উপর রাগ করে বাপের বাড়ি যেতে পারে না।বল্টু : কেন পারে না?আবু : আমি তো ঘরজামাই!
আরও পড়ুন- আজকের জোকস : বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত
****
বলি সুজানাটা কেস্বামী : হ্যালো! ওগো শুনছ, আমি গাড়ি চালিয়ে সুজানার বাসায় যাচ্ছিলাম। হঠাৎ একটা ট্রাক টাল সামলাতে না পেরে আমার মুখোমুখি হয়ে গেল। আমি কোনোমতে ট্রাকটাকে পাশ কাটিয়ে গেলাম। কিন্তু একটা বিশাল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িটা থমকে গেল। আরেকটু হলেই ৫০ ফুট নিচের একটা খাদে পড়ে যেতাম। কোনোমতে উঠে এসেছি। পা আর হাতের হাড় ভেঙেছে। এখন আমি হাসপাতালে!স্ত্রী : বলি সুজানাটা কে, হ্যাঁ?
এসইউ/পিআর